পটুয়াখালীর কলাপাড়ায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা ঐতিহ্যবাহী শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম যুব কমিটির উদ্যোগে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
এতে সনাতন ধর্মালম্বী হাজারো নারী, পুরুষ ও শিশু অংশ নেয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মন্দির প্রাঙ্গনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মন্দির কমিটির সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাভোকেট নাথুরাম ভৌমিক, যুব কমিটির সভাপতি হীরা হাওলাদার স্বপন প্রমুখ।
আলোচনা সভা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এছাড়া বিকালে শিশুদের মধ্যে প্রতিযোগীতা মুলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতা পাঠের আয়োজন করা হয়েছে বলে আশ্রমের যুব কমিটির সাধারণ সম্পাদাক বিকাশ চন্দ্র দাস জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন