নীলফামারীতে যথাযথ মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আজ রবিবার সকালে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ি চত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কালিবাড়ী মন্দির চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা দেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকারাম রায় প্রমুখ। কর্মসূচিতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার