নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ ফ্যাট থেকে সাবেক এজিবি কর্মকর্তা (হিসাব রক্ষক কর্মকর্তা) শাহাদাৎ হোসেনের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানের আঘাতের রক্তাক্ত চিহ্ন রয়েছে। শনিবার রাত ১২টায় ফতুল্লার জামতলা ধোপাপট্রি এলাকার সোহাগ মিয়ার ভাড়া দেয়া বাড়ির তিন তলার ফ্যাট থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে যায় পুলিশ। শাহাদাৎ হোসেন মুন্সিগঞ্জ সদরের আশুরান গ্রামের মৃত. সামসুল হক মোল্লার ছেলে।
নিহতের স্ত্রী বিলকিস বেগম জানান, ঢাকার সেগুনবাগিচায় এজিবি অফিসের সিনিয়র অডিট অফিসার ছিলেন শাহাদাৎ হোসেন। ৫ বছর আগে তিনি চাকুরি থেকে অবসরে আসেন। আমাদের সংসারে ২ মেয়ে এক ছেলে রয়েছে। ২৯ আগষ্ট বিকেলে শাহাদাতকে নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে শরীরের আঘাতসহ উদ্ধার করে বাসায় নিয়ে আসি। শনিবার সন্ধ্যায় হঠাৎ সে মারা যায়। সেই সময় তাকে ছিনতাইকারীরা আঘাত করেছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, শাহাদাৎ ও তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছে। সম্প্রতি শাহাদাৎ তার স্ত্রী বিলকিস বেগমের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি জিডিও করেন।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের জানান, নিহতের শরীরে আঘাতের দাগ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার