শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি হয়েছে।
রবিবার বেলা ১১টায় নগরীর ২ নং রেল গেইট এলাকায় এ র্যালির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। ইসকনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি নগরীর প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে চাষাঢ়ার বিজয়স্তম্ভ ঘুরে বঙ্গবন্ধু সড়কের মন্ডল পাড়া হয়ে পুনরায় দুই নং রেল গেইট এলাকায় গিয়ে শেষ হয়।
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে শামীম ওসমান বলেন, আমরা এক ধর্মের মানুষ অপর ধর্মের মানুষকে তাদের স্ব স্ব ধর্মীয় উৎসব পালনে সহায়তা করব। এই দেশ শান্তি সৌহার্দ্য ভরপুর একটি দেশ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে বিশ্ব দরবারে একটি মডেল হিসাবে দাঁড় করিয়েছেন। আপনারা শেখ হাসিনার জন্য প্রার্থনা করবেন। সৃষ্টিকর্তা যেন তাকে হায়াত দেন যেন তিনি আমাদের দেশেকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার কাজ করে যেতে পারেন।
সনাতন ধর্মাবলম্বী কয়েক হাজার নারী পুরুষ এই র্যালীতে অংশ নেন। এছাড়াও জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান সম্প্রদায়ের সভাপতি গোপী নাথ সাহা, লাঙ্গলবন্দ স্নান উদযাপন কমিটির নেতা শংকর কুমার সাহা সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ এ র্যালিতে যোগ দেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন