পটুয়াখালীর কলাপাড়ায় পুকুর থেকে মধ্য বয়সী অপ্রকৃতস্থ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরের দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের একটি পুকুর থেকে উলঙ্গ ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অপ্রকৃতস্থ এ নারী কখন ওই পুকুরে পড়ে দুর্ঘটার শিকার হয়েছে তা কেউই বলতে পারছে না। শনিবার অনেকে তাকে রাস্তায় চলা-ফেরা করতে দেখেছে। তবে রাতে যেকোন সময় পুকুরে পড়ে সে মারা যেতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মদ জানান, এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার