বগুড়ায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
রবিবার সকালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। এ
র্যালি শেষে শ্রীকৃষ্ণের অনুসারীরা মন্দিরে আলোচনা সভার আয়োজন করে।
শ্রীকৃষ্ণের জন্মদিন পালন হয়েছে বগুড়ার ধুনট ও দুপচাঁচিয়াসহ সকল উপজেলাতে। ধুনট উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহসভাপতি গোলাম সোবহান, কুদরত-ই খুদা জুয়েল, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ কুমার ঘোষ, কৃষ্ণ ভক্ত অখিল কৃষ্ণ দাস।
এদিকে, দুপচাঁচিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে এ দিন সকালে মহাশ্মশান কালীবাড়ী চত্বরে আনুষ্ঠানিক ভাবে দিবসের উদ্বোধন করেন মেয়র মোঃ বেলাল হোসেন। পরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে মহাশ্মশান কালীবাড়ী চত্বরে এক আলোচনা সভা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম জাকির হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (আদমদিঘী সার্কেল) আলমগীর রহমান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার নির্ম্মলেন্দু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি আহমেদুর রহমান বিপ্লব প্রমুখ। পরে শ্রী সুজিত চন্দ্র সরকারের পরিচালনায় নিধুবনে কৃষ্ণকালী পালা কীর্তন অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন