দিনাজপুরের ফুলবাড়ীতে তিনদিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনাজপুর জেলা ইজতেমা। আগামী ৬ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ইজতেমা সফল করতে রাত-দিন মাঠের কাজে ব্যাস্ত সময় কাটাচ্ছে তাবলীগের মুরুব্বীগণ।
ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর ঈদগাহ মাঠে এই জেলা ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রায় ১ লক্ষ তাবলীগের সাথিরা অংশ গ্রহন করবেন বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা। এদিকে ইজতেমা অনুষ্ঠানের লক্ষে মাঠের প্রস্তুতির কাজ প্রায় সম্পন্ন করেছেন দিনাজপুর জেলা ইজতেমার আমির আলহাজ মেহেরুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যর আয়োজক কমিটি। ফুলবাড়ী শহরের নজর এখন ইজতেমা মাঠকে ঘিরে তাই ইজতেমা মাঠে জন প্রতিনিধিদেরকেও আসা যাওয়া করতে দেখা যাচ্ছে।
আজ রবিবার অনুষ্ঠিতব্য ইজতেমা মাঠে দেখা যায়, মাঠের ছাউনি দেয়া হয়েছে, আশ-পাশ এলাকায় তৈরী হচ্ছে অস্থায়ী দোকান পাঠ, তাবলীগের মুরুব্বীরা এখন অস্থায়ী টয়লেট তৈরীর কাজে ব্যাস্ত, এছাড়া আইন শৃংখলা বাহিনীর সদস্যরাও অস্থায়ী ক্যাম্প স্থাপন করছে। ইজতেমাকে ঘিরে তাবলীগের মুরুব্বীসহ বিভিন্ন রাজনৈতিক দলের অনুসারী ও বিভিন্ন শ্রেণি পেশার জনসাধারণের আসা-যাওয়া।
ফুলবাড়ী উপজেলা তাবলীগের আমীর আলহাজ মো. আফতাব উদ্দিন জানান, তাবলীগের কেন্দ্রিয় সিদ্ধান্ত অনুযায়ী এবছর দিনাজপুর জেলা ইজতেমা ফুলবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে। ৬ সেপ্টেম্বর আম বয়ানের মধ্যদিয়ে এই ইজতেমার কাজ শুরু হবে।
আয়োজক কমিটির অন্যতম সদস্য সহকারী অধ্যাপক সাংবাদিক শেখ সাবীর আলী বলেন, দিনাজপুর জেলা ইজতেমা হলেও এই ইজতেমায় দিনাজপুরসহ উত্তারাঞ্চরের সকলস্থান থেকে তাবলীগের সাথি ভাই’রা অংশগ্রহন করবে। এতে প্রায় ১ লক্ষ তাবলীগের সাথিরা অংশ গ্রহন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, দিনাজপুর জেলা ইজতেমায় অংশ গ্রহনে দূর-দরান্ত থেকে তাবলীগ জামায়াতের দল উপজেলার বিভিন্ন মসজিতে আসতে শুরু করেছে। তারা মসজিদে তিনদিন সময় দিয়ে সরাসরি ইজতেমায় যোগ দিবেন বলে জানা গেছে।
ফুলবাড়ী থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, ইজতেমায় আইন শৃংখলা রক্ষার্থে দিনাজপুর পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার