হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ দুপুরে জেলা প্রশাসন ও সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে শহরের দূর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান।
এরআগে দূর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণে উদযাপন পরিষদের সভাপতি স্বপন সরকারের সভাপতিত্বে ও উৎসব উদযাপন পর্য়দের সদস্য সচিব শংকর সাহা’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট বিকাশ রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রাখাল চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এডভোকেট সৌমেন্দ্র কিশোর রায় চৌধুরী, মহানগর সভাপতি অ্যাডভোকেট তপন দে, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট প্রমুখ। শোভাযাত্রায় জেলার বিভিন্ন মন্দির ও আশ্রম থেকে বর্ণিল সাজে সজ্জিত হয়ে ভক্ত-অনুরাগীরা অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার