নেত্রকোনায় স্থানীয় একমাত্র বিনোদন পার্ক কিড্ডি কিংডম আয়োজিত নজরুল উৎসব ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শহরের কালাইটি এলাকায় পার্ক প্রাঙ্গণে শনিবার সন্ধ্যায় আয়োজিত নজরুল উৎসবে মনোজ্ঞ গান পরিবেশন করেন দেশের স্বনামধন্য কন্ঠশিল্পী ফেরদৌস আরা। মধ্যরাত পর্যন্ত গানে গানে নজরুলকে স্মরণ করেন ভক্তরা।
এসময় স্থানীয়সহ দেশের আরো বেশ কয়েকজন নারী নজরুল সংগীত শিল্পী গান পরিবেশন করেন। এর আগে মধুমাছি কচিকাঁচার মেলা সংগঠনের পরিচলক মো. আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে আলোচনা সভা ও সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইলামের নাতনী খিলখিল কাজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মীর্জা শাকিলা দিল হাছিন, সাবেক উপজেলা চেয়ারম্যান তফসির উদ্দিন খান, নেত্রকোনা জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ননী গোপাল সরকার, কচিকাঁচার মেলার উপদেষ্ঠা আলী উসমান, সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী ও কিড্ডি কিংডম পার্কের চেয়ারম্যান মো. শোয়েব তানভীর হিমেলসহ অন্যান্যরা।
আলোচনা শেষে অতিথি এবং আমন্ত্রিত শিল্পীদের হাতে সন্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার