সুনামগঞ্জে এক মোটরসাইকেল আরোহী বাসচাপায় নিহত হওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসীর দেওয়া বাসে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে জেলা জুড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।
রবিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটরের কারণে সুনামগঞ্জের আভ্যন্তরীণ সড়কগুলোতে কোন ধরনের গণপরিবহন চলছে না। বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচলও। আকস্মিক এ ধর্মঘটের কারণে গন্ত্যবের উদ্দেশ্যে ঘর থেকে বের হওয়া যাত্রীরা বাসস্ট্যান্ডে এসে বিপাকে পড়েছেন। তার এই ধর্মঘটকে অনৈতিক আখ্যা দিয়ে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে দিরাই-সুনামগঞ্জ সড়কের নোয়াখালীবাজার সংলগ্ন এলাকায় বাস চাপায় নিহত হন রাহেল মিয়া নামের এক স্থানীয় এক মোটরসাইকেল আরোহী। ঘটনার পর ঘতক বাসটিতে বিক্ষুব্ধ এলাকাবাসী আগুন ধরিয়ে দেন।
সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মহাসচিব মো. জুয়েল মিয়া জানান, দুর্ঘটনা কবলিত হওয়া একটি বাসে অগ্নিসংযোগ করার পর দক্ষিণ সুনামগঞ্জ মামলা দেন ক্ষতিগ্রস্ত বাসের মালিক। কিন্তু থানা পুলিশ তার মামলা না নেওয়ার প্রতিবাদে এ ধর্মঘটরের ডাক দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০২ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব