বরিশালে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায় ব্যাপক আয়োজনে পালন করেছে ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এ উপলক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের লাইন রোডের সন্মুখস্থলে এক সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল ধর্ম রক্ষিনী সভার সভাপতি রাখাল চন্দ্র দে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম। বক্তব্য রাখেন ধর্ম রক্ষিনী সভার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সাহাসহ অন্যান্যরা।
এর আগে রাম কৃষ্ণ মিশন আশ্রম এবং বিভিন্ন সংঘ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণাঢ্য র্যালী এসে সমাবেশে যোগ দেয়। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিএম কলেজ রোডের রামকৃষ্ণ মিশনে গিয়ে শেষ হয়। এছাড়া দিনটি পালনে নগরীর ধর্মসভাগুলোতে দিনব্যাপী পদাবলী পাঠ, কীর্তন, গীতা ও ভগবত পাঠের আয়োজন করা হয়। র্যালী-সমাবেশসহ জন্মাষ্টমীর সকল অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।
বিডি প্রতিদিন/এ মজুমদার