সাতক্ষীরার কলারোয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে হিন্দু সম্প্রদায়ের ধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ মহাবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ রবিবার দিনব্যাপী উপজেলা সনাতন ধর্মালম্বীদের বিভিন্ন ধর্মীয় উপসানালয় শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন তালা-কলারোয়া সাংসদ সদস্য এ্যাড. মুস্তফালুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মারুফ আহম্মদ, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সিদ্ধরশ্বর চক্রবর্তী।
এসময় আরো উপস্থিত ছিলেন মনোরঞ্জন, দিপক, অমল বাবু। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কলারোয়া উপজেলা শাখার আয়োজনে উৎসবটি পালনের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা, মঙ্গল প্রদীপ, প্রজ্জ্বালন, মঙ্গল শোভাযাত্রা, গীতাপাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা, জাগরণী প্রার্থনা, রক্তদান কর্মসূচি, সঙ্গীতানুষ্ঠান ও প্রসাদ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার