আনন্দ উল্লাসের মধ্যেদিয়ে রাঙামাটিতে পালিত হয়েছে সনাতন ধর্মের প্রাণপুরুষ ভগবান শ্রী কৃষ্ণের জন্মদিন অর্থাৎ জন্মাষ্টমী। রবিবার দিনব্যাপী দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচী আয়োজন করেন জম্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙামাটি জেলা কমিটি।
সকালে রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে মঙ্গল প্রদ্বীপ প্রজ্জ্বলন করে জন্মাষ্টমীর অনুষ্ঠানের সূচনা করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা। পরে একই মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা শুরু হয়।
এসময় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলার আহ্বায়ক বাদল কান্তি দে, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, পার্বত্যাঞ্চলে বিভিন্ন জাতির মানুষ বসবাস করে। কিন্তু কোন উৎসব আসলে সবাই একই বন্ধনে মিলে যায়। সৃষ্টি হয় সম্প্রীতি। এভাবে এমন একদিন আসবে, যেদিন পার্বত্যাঞ্চলের সকল সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে হয়ে সন্ত্রাস দমন করতে রুখে দাঁড়াবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন