নাটোরে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা,পূজা-অর্চনা ও শোভাযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এই উপলক্ষে আজ বিকেলে অর্ধবঙ্গেশ্বরী নাটোরের রানী ভবানী রাজবাড়ীস্থ শ্যাম সুন্দর মন্দির প্রাঙ্গন থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
মঙ্গল শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্তমন্ডলী অংশ গ্রহণ করেন। মঙ্গল শোভাযাত্রাটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গনে ফিরে যায়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপব বিজয় তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, পৌর মেয়র উমা চৌধুরী জলি। দিনব্যাপী পূজা অর্চনার, ভোগরাগ ও কীর্তন গানের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শেষে জন্মাষ্টমীর অনুষ্ঠান শেষ হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার