কক্সবাজারের টেকনাফে আগস্ট মাসব্যাপী মোট ২০ কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৩৫২ টাকা মূল্যের ইয়াবা, মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় মোট ১২৯টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৩৮ জন মাদক পাচারকারীকে আটক এবং একজনকে পলাতক আসামি করা হয়েছে।
টেকনাফ-২ বিজিবির অতিরিক্ত পরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, টেকনাফ-২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বিওপি ও ক্যাম্পসমূহ হতে বিভিন্ন সময়ে টহল পরিচালনার মাধ্যমে এসব মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জব্দ করা হয়।
তিনি বলেন, আগস্ট মাসে মোট ৬ লাখ ৫৬ হাজার৮৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় ৫০টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৩৫ জন ইয়াবা পাচারকারীকে আটকসহ একজনকে পলাতক দেখানো হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যর মধ্যে আরও আছে ৪ লাখ ১ হাজার ৭৫০ টাকা মূল্যের ১৬০৭ ক্যান বিয়ার, ৫১ হাজার টাকা মূল্যের ৩৪ বোতল বিদেশী মদ, ৯০ হাজার টাকা মূল্যের ৩০০ লিটার চোলাই মদ। এছাড়া আগস্ট মাসে ১ কোটি১৮ লাখ ৭৭ হাজার ৯০২ টাকা মূল্যের বিভিন্ন চোরাইপণ্য উদ্ধার করা হয়। এসব পণ্য উদ্ধারে মোট ৬৯টি মামলায় কোন আসামি আটক নেই।
বিডি-প্রতিদিন/০২ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব