একাধিক টিম রাতভর অভিযান চালিয়েও কলেজ ছাত্রীকে অপহরণ ও তাকে ছুরিকাঘাত করা মামলার আসামি কাওসার আলম অভিকে (২২) গ্রেফতার করতে পারেনি পুলিশ। ছুরিকাঘাতে আহত ও ছাত্রী ভয়ে কোথায় চিকিৎসা নিচ্ছে বা রয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনার পর থেকে অভির বগুড়া শহরের কাটনারপাড়া বাসায় কেউ ছিল না। বাড়ি ঘরে তালা দেয়া দেখা গেছে। পুলিশও আর তাদের খোঁজ পাচ্ছে না। ঘটনার প্রতিবাদে আগামীকাল সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করবে এলাকাবাসী।
বগুড়া শহরের কাটনারপাড়ার বাসিন্দারা বলছেন, অভিযুক্ত অভি একজন বখােটে হিসেবে পরিচিত। সে মোটরসাইকেল চালিয়ে সন্ত্রাসী কাজের সাথেও লিপ্ত। তার বাবা বগুড়া শহর যুবলীগ সভাপতি হওয়ার কারণে সে বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে। উশৃঙ্খলভাবে চলাফেরা এবং স্কুল ও কলেজ ছাত্রীদের প্রতিনিয়ত উত্যক্ত করারও অভিযোগ করেছেন তারা।
এদিকে, রবিবার নির্যাতিত কলেজছাত্রীর বাড়ি পালশা এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, অভির বাবা ও প্রভাবশালী চাচাদের হুমকি ভয়ভীতি ও চাপের কারণে অনেকেই প্রথমে চুপ ছিল। কিন্তু থানা পুলিশ ও সাংবাদিকদের মাঝে জানাজানি হলে অনেকেই ঘটনার দ্রুত বিচার দাবী করেছে। এঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালনের ডাক দিয়েছে। সোমবার সকাল ১০টায় বগুড়ার শহরতলীর তিনমাথা রেলগেট মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এই মানববন্ধন কর্মসূচিতে ছুরিকাহত কলেজ ছাত্রীর সহপাঠী, স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রী, এলাকাবাসীরা অংশ নিবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শেখ ফরিদ উদ্দিন জানান, বখাটে অভিকে যে কোন উপায়ে গ্রেপ্তার করা হবে। তিনি রবিবার নির্যাতিত মেয়েদের বাড়িতে গিয়েছিলেন। পুলিশের পক্ষ থেকে তাদেরকে সর্বরকম সহযোগিতা করার কথা বলা হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া বলেন, কলেজ ছাত্রীকে ছুরিকাঘাত যে করেছে তাকে গ্রেফতারে অভিযান চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রেম নিবেদন রাজী না হওয়ায় কলেজ ছাত্রীকে বগুড়া শহরের কাটনারপাড়া এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে। অভি প্রভাবশালী হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর সে গোপনে হাসপাতাল ছেড়ে চলে যায়। এ ঘটনায় কলেজছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার অভি ও তার সহযোগীদের অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/০২ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব