নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ রাস্তার মাথা এলাকায় পিকআপ-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলেসহ ৩জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৬জন। আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন ওই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের ইমান আলীর স্ত্রী ফিরোজা বেগম, তার ছেলে মোহন ও সিএনজি চালক আবু তাহের।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর