নাশকতার অভিযোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের এমন আচরনে সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ সুপারের অপসারনের দাবি জানিয়েছেন জেলা বিএনপি।
আজ সোমবার সকাল ১১টায় জেলা বিএনপি আয়োজিত ঠাকুরগাঁও প্রেসক্লাবে দলের সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে মির্জা ফয়সাল আমিন বলেন, আমরা দলের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে কর্মসুচি পালন করলেও পুলিশের পক্ষ থেকে সকল কর্মসুচি বন্ধ করে দেয়া হচ্ছে। কোন কারন ছাড়াই গত ৩দিনে নাশকতার অভিযোগে জেলার ৪টি উপজেলার ১৭৯ জনের নাম উল্লেখ্য করে প্রায় ৬শ জন নেতাকর্মীর বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করেছে। গ্রেফতার করেছে অনেককেই। আমরা এর প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, পুলিশ সুপার তার ব্যক্তিগত ফেইসবুকে আওয়ামী লীগের হয়ে ভোট চাইছেন। একজন রাষ্ট্রের লোক হয়ে তিনি এমন কাজ করতে পারেন না। অবিলম্বে আমরা পুলিশ সুপার ফারহাত আহম্মেদ এর অপসারন দাবি করছি। এসময় জেলা বিএনপি’র শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর