পাবনার ঈশ্বরদীতে কলেজছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে এক শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল গ্রামে এ ঘটনা ঘটে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, উপজেলার বাঘইল গ্রামের স্থানীয় প্রাইভেট শিক্ষক সামসুল হকের (৪২) বিরুদ্ধে বিভিন্ন সময় যৌন নির্যাতনের অভিযোগ উঠলেও প্রমাণের অভাবে ব্যবস্থা নিতে পারেনি এলাকাবাসী। সম্প্রতি সামসুল নিজ কোচিং সেন্টারে এক ছাত্রীকে যৌন নির্যাতন করেন। গ্রামের কয়েকজন যুবক জানালার ফাঁক দিয়ে সে দৃশ্য মোবাইলে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়। ফেসবুকে এই দৃশ্য দেখে গ্রামের বিভিন্ন দোকানে ও মোড়ে-মোড়ে লোকজনের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে গতকাল রবিবার স্থানীয় গ্রামবাসী সামসুলকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে রবিবার রাতে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় যারা ভিডিওটি ফেসবুকে আপলোড করেছিল, সেসব যুবকের মোবাইল ফোনও জব্দ করে পুলিশ। আটক হওয়া সামসুল পাবনার ভাঙ্গুড়া উপজেলার গোলাম ওহাব মোল্লার ছেলে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিক্ষক সামসুল ইসলামকে আটক করা হয়েছে। ঘটনাটি আরও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার