পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় আজ দুপুরে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইন্দুরকানীর পাড়েরহাট ইউনিয়নের কালিবাড়ী এলাকার স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা।
এ সময় বক্তরা বলেন, এলাকার সকল মানুষ এক হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করে যেতে হবে। এলাকায় কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে তা হলে তার সম্পর্কে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য দিত হবে। এছাড়া মাদকের সাথে যেন কোন শিক্ষার্থীরা জড়িয়ে না পড়তে পারে, সে বিষয়ে শিক্ষক-অভিভাবকদের মাঝে সতেচনতা বৃদ্ধি করতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার