বগুড়ায় কলেজ ছাত্রীকে অপহরণ ও তাকে ছুরিকাঘাত করা মামলার আসামি কাওসার আলম অভি অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। ঘটনার চারদিন পর রবিবার দিবাগত রাত ১২টায় বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর কাছে অভি আত্মসমর্পণ করে। এরপর সোমবার দুপুরে অভিকে আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড চেয়েছে মামলার তদন্তকারি পুলিশ কর্মকর্তা।
এদিকে, অভিকে বখাটে উল্লেখসহ তার কঠোর শাস্তির দাবীতে সোমবার বগুড়া শহরের তিনমাথা রেলগেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পালশা-বিদ্যুৎ নগর এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভির শাস্তি দাবি করেন। প্রভাবশালী হওয়ার কারণে তার কঠোর শাস্তি না হলে সে আবারো এমন ঘটনা ঘটাতে পারে বলে মানববন্ধনে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।
মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শেখ ফরিদ উদ্দিন জানান, অভি পুলিশের কাছে আত্মসমর্পণ করার পর জানিয়েছে যে, তার পিতা মাসুদ আহম্মেদ এবং তার মা নাছরিন আলম। বগুড়া শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম জয় তার পালিত পিতা। সে বগুড়া উপশহরের স্নিগ্ধা আবাসিক এলাকায় বসবাস করতো।
বগুড়া সদর অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, অভিকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট বগুড়া শহরের পালশা এলাকার কলেজ ছাত্রীকে (১৮) অপহরণ করে বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার একটি বাসায় নিয়ে গিয়ে দফায় দফায় প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করে বের করে দেয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে দেয়। এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে ১ গত শনিবার অভি ও তার সহযোগীদের নামে একটি মামলা দায়ের করে।
বিডি-প্রতিদিন/০৩ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব