লালমনিরহাটে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন (১৯) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরো ৭ যাত্রী। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের আদিতমারী উপজেলার বিদ্যুৎ সাব স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর কালিগঞ্জ উপজেলার দুহুলী গ্রামের জনৈক শরিফুল ইসলামের ছেলে বলে জানা গেছে। আহতরা হলেন- মুক্তা রানী , প্রানেশ্বর রায়, অতুল চন্দ্র, ইজিবাইক চালক আব্দুল খালেক, আরফিনা বেগম, জুয়েল মিয়া ও আদিতমারী গ্রামের মহেন্দ্র চন্দ্র রায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক আদিতমারী উপজেলার পল্লীী বিদ্যুত সাব স্টেশন এলাকায় লালমনিরহাটগামী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে- মুচড়ে গিয়ে চালকসহ ৮ যাত্রী গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসকরা পোশাক কর্মী আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করে। এদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী ৪ জন লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আদিতমারী থানার ওসি মাসুদ রানা জানান, এ ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান