বগুড়ার সোনাতলা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা ফজলুল করিম লাইজুকে (৪৫) নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকালে সোনাতলা বন্দর থেকে তাকে গ্রেফতার করার পর থানায় নেয়া হয়। তাকে আদালতে প্রেরণ করা হবে বলে থানা পুলিশ জানায়। সে সোনাতলার কামারপাড়া এলাকার লাল মোহাম্মদ তালুকদারের পুত্র।
বগুড়ার সোনাতলা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, পৌর কাউন্সিলর ফজলুল করিম লাইজুকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করে আদারতে প্রেরণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ই-জাহান