মেহেরপুরে অভিযান চালিয়ে শার্টারগান ও কার্তুজসহ রেজাউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে গাংনী থানা পুলিশ। রবিবার বিকেলে আটকের পর ওইদিনই দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
আটক রেজাউল আন্তঃজেলা ডাকাত সর্দার এবং অস্ত্র ও ডাকাতি মামলার আসামি বলে জানায় পুলিশ। তিনি গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার জানান, রবিবার বিকেলে সদর থানা পুলিশ তাকে মেহেরপুর আদালতের সামনের সড়ক থেকে আটক করে। রাতে তাকে গাংনী থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে অস্ত্র ও গুলির বিষয়টি স্বীকার করে। গভীর রাতে তার নিজ বাড়িতে তল্লাশি করে তা স্বীকারোক্তি মত ১টি সার্টারগান ও ১টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
আটক রেজাউলের নামে অস্ত্র আইনে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম