নওগাঁ শহরের বাইপাস সড়কের জগতসিন্দু নামক স্থানে ট্রাকের ধাক্কায় ফয়সাল কবির (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল কবির বদলগাছী উপজেলার শহসা গ্রামের এনামুল হকের ছেলে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন জানান, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে সান্তাহার থেকে বদলগাছির বাড়িতে যাচ্ছিলেন কবির। পথে ঘটনাস্থলে আসলে নওগাঁ থেকে সান্তাহারগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।
সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম