বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন সোমবার বিকেলে দৈবজ্ঞহাটিতে এ খেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায়, শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, থানার ওসি কেএম আজিজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, চেয়ারম্যান মাহমুদ আলী, আব্দুর রহিম বাচ্চু, শহিদুল ইসলাম ফকির, ক্রীড়া সংস্থার সেক্রেটারি মোজাম্মেল হক মোজাম উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনের খেলায় চিংড়াখালী ইউনয়নকে ৪-০ গোলে পরাজিত করে নিশানবাড়িয়া ইউনিয়ন একাদশ জয়ী হয়। খেলা পরিচালনা করেন রতন সরকার। উপজেলার ১৬টি ইউনয়ন পৃথক ৪টি মাঠে পর্যায়ক্রমে এই টুর্নামেন্টে অংশ নেবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম