টানা ১৮৫ কিলোমিটার সাঁতার কেটে বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে সাঁতার শুরু করেছেন মুক্তিযোদ্ধা ক্ষিতিন্দ্র চন্দ্র বৈশ্য। সোমবার সকাল ৭টা ২ মিনিটের সময় শেরপুরের নালিতাবাড়ীর ভোগাই নদী থেকে সাঁতার শুরু করেন তিনি। সন্ধ্যায় ফুলপুর কংশ নদীর সরচাপুর ঘাট অতিক্রম করেন ক্ষিতিন্দ্র।
আগামী ৫ সেপ্টেম্বর নেত্রকোণা জেলার মদন উপজেলার মগড়া নদীর দেওয়ান বাজার ঘাটে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। নেত্রকোনা জেলার মদন উপজেলায় জন্ম নেয়া ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যের পিতার নাম ক্ষিতীশ চন্দ্র বৈশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যায় এমএসসি পাস করা এ কৃতি সাঁতারো বিমান বাহিনীর প্রাক্তন কর্মকর্তা। ছোট বেলা থেকেই সাঁতারে ছিল তার প্রবল আগ্রহ।
সর্বপ্রথম ২০১৪ সালে একটানা ৯৩ ঘণ্টা ১১ মিনিট সাঁতার কেটে জাতীয় রেকর্ড গড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পুকুরে ১০৮ ঘণ্টা ৩৫ মিনিট সাঁতার কেটে নতুন রেকর্ড গড়েন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, সাঁতারে দেশে বিদেশে অনেক পুরস্কার ও সম্মাননা পদক পেয়েছি। শেষ বয়সে একটা বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে এখনও সাঁতরিয়ে যাচ্ছি।
বিডি প্রতিদিন/হিমেল