বান্দরবান তরুণ লীগের আহ্বায়ক ডা. প্রিন্স সেনের বিরুদ্ধে ২ লক্ষ টাকা যৌতুক না দেওয়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরতর আহত করার অভিযোগ উঠেছে। সোমবার রাতে ক্যাচিংঘাটার নিজ বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী রুপা বাদী হয়ে প্রিন্সের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন।
রুপার ভাই রাজেশ দাশ জানান, জেলা তরুণ লীগের আহ্বায়ক প্রিন্স যৌতুকের জন্য প্রায় সময় তার বোনকে মারধর করতো। সোমবারও যৌতুকের জন্য কথা কাটাকাটির একপর্যায়ে রুপাকে হাতুড়ি দিয়ে আঘাত করে মারধর করলে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে তার বোনকে উদ্ধার করে। এ সময় প্রিন্স ঘর থেকে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা রুপার বাসায় খবর দিলে তার ভাই ও স্বজনরা এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।
রুপার বড় ভাই রাজেশ আরো বলেন, প্রিন্স আমার বোনকে প্রায়ই মারধর করতো। একবার আমার বোনকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। তখনও মামলা করেছিলাম এবং ৯ মাস জেলে থাকার পর মাফ চাওয়ার পর মামলা তুলে নিয়েছিলাম। কিন্তু আজ আবারও হাতুড়ি দিয়ে মারধর করেছে। বর্তমানে আমার বোন বান্দরবান সদর হাসপাতালে ভর্তি আছে।
এ বিষয়ে তরুণ লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইয়াসিন করিম বলেন, প্রিন্সকে পার্টির দায়িত্ব দেয়া হলেও মারামারির বিষয়টি তার পারিবারিক। তবে যে পরিবারের সঙ্গে ভালো আচরণ করতে পারে না, সে পার্টির জন্যও বিপদজনক। এ ধরনের অভিযোগের সত্যতা পাওয়া গেলে কেন্দ্র তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছির আরাফাত বলেন, ‘যৌতুকের জন্য প্রিন্স তার স্ত্রীকে নির্যাতন করেছে। অভিযোগটি নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে যৌতুক আইনে মামলার প্রস্তুতি চলছে। আসামিকে শিগগিরিই গ্রেফতার করা হবে।’
বিডি প্রতিদিন/হিমেল