ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে তোয়াজ উদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তোয়াজ উদ্দিন কালাপাহাড়িয়া গ্রামের দোরাপ মণ্ডলের ছেলে।
সোমবার রাত ১১টার দিকে ওই উপজেলার মান্দিয়া গ্রামের ক্যানেলের পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, রাতে তোয়াজ উদ্দিন মাছ ধরছিলেন। এসময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন