সাভারের আশুলিয়ায় সাগর হোসেন নামের (২৬) এক চা দোকানদারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনার ১৫ তিন পর আজ মঙ্গলবার সকালে আউকপাড়া এলাকার স্থানীয় একটি জঙ্গল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়াও ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ফয়সাল ও মেহেদী নামের দুই যুবককে আটক করা হয়েছে। এর আগে গত ২০ আগষ্ট বিকেলে মুঠোফোনে তাকে ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিল ওই চা দোকানদার।
এ ঘটনার সাথে জড়িত সাগর নামের অপর এক যুবক পলাতক রয়েছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, আশুলিয়ার আউকপাড়া এলাকায় সাগর তার পরিবারের সাথে থেকে চায়ের দোকান করে জীবিকা নির্বাহ করতেন। গত ২০ আগষ্ট মুঠোফোনের মাধ্যমে তাকে বাড়ি থেকে ডেকে পাশের একটি জঙ্গলে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে থাকা মেহেদী, ফয়সাল ও সাগর মাথায় কেটে তিন টুকরো করে ঘটনাস্থলেই থেকে তার লাশ জঙ্গলের ভেতরে ফেলে দেয় বখাটে খুনিরা
এ ঘটনার পরের দিন নিহতের পরিবার আশুলিয়া থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়ের দায়ের করেন। পরে পুলিশ কল লিষ্টের সূত্র ধরে ফয়সালকে আটক করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে আউকপাড়া এলাকার জঙ্গল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চা দোকানদার সাগরের কাছে একটি মেয়ের কললিষ্ট ও ছবি ছিল। এ নিয়ে তার বন্ধু সাগরের সাথে বিরোধ চলছিল। এ কারণে গত ২০ আগষ্ট মেহেদী, ফয়সাল ও সাগর তাকে ডেকে নিয়ে ওই কললিষ্ট ও ছবি নেওয়ার চেষ্টা করে। পরে না দেওয়ায় হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মেহেদী (২২) এবং হাসান (২৪) নামে দুই জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়ে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোরওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার