২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।
বৃহস্পতিবার সকালে ভিক্টোরিয়া রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
এ সময় জেলা বিএনপি, পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, মহিলা দল, শ্রমিক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১১ অক্টোবর, ২০১৮/মাহবুব