কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী ও সাবেক ফুটবলার তনু মিয়া হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার সকালে প্রায় ২৫ কিলোমিটার দূরে কিশোরগঞ্জ শহরে এসে বিক্ষোভ করেন তারা। পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন।
এলাকাবাসী অভিযোগ করেন, আসামিদের শনাক্ত করে পুলিশকে জানালেও রহস্যজনক কারণে পুলিশ তাদেরকে গ্রেফতার করছে না। তারা অবিলম্বে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দেন। মানববন্ধন শেষে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন মাহফুজুল হক, আনোয়ার হোসেন সরকার, মুক্তিযোদ্ধা মিছির উদ্দিন, আব্দুস সালাম, স্বপন মিয়া, তারেক আহমেদ কাজল প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা কাজলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী তনু মিয়াকে হত্যা করে মরদেহ বাড়ির পাশে একটি জমিতে ফেলে রাখে। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে তাড়াইল থানায় হত্যা মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার