লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জারদের চাকুরি নিয়মিত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার সকালে পল্লী বিদ্যুত কার্যালয়ের সামনে জেলা মিটার রিডার কাম ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের উদ্যোগে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা মিটার রিডার কাম ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের সহ-সভাপতি রুহুল আমিন, সাধারন সম্পাদক মনির হোসেন ও মিটার রিডার ঐক্য পরিষদের নেতা কাউসার।
এসময় বক্তারা তাদের চাকুরি নিয়মিত করণ, চাকুরিচ্যুতদের পুনঃবহাল ও কাজের পরিমান কমানো দাবি জানান।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর