অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নিরপেক্ষ সরকার গঠন, সেনাবাহিনী মোতায়েন ও ইভিএম বাতিলসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখা।
রবিবার বেলা১১টায় বাজার স্টেশনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মহিবুল্লাহ, মুফতি আল-আমিন সিরাজী, মাও. জিয়াউল হক, মাও. আল মামুন, হাফেজ হাবিবুল্লাহ, মুফতি আব্দুর রহমান ও মুহা. লোকমান হোসেন।
এ সময় বক্তারা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ১০ দফা দাবি বাস্তবায়নসহ ডিজিটাল আইন বাতিলের দাবি জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রেরণ করেন নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/১৪ অক্টোবর, ২০১৮/মাহবুব