খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বিষপান করে উচাইরী মারমা (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
উচাইরী মারমা গুইমারা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বলে জানা গেছে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, গুইমারা ডাক্তার টিলা এলাকায় শনিবার রাত ১০টায় বিষ পান করে উচাইরী নামের এক যুবক। পরে হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি। হতাশা থেকে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে এবং অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৮/হিমেল