যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামে শনিবার রাতে বসত বাড়ির ছাদে লাগানো ৮টি বড় গাঁজা গাছ উদ্ধার করেছে যশোর র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)-৬ ক্যাম্পের সদস্যরা। গাঁজা গাছ উদ্ধার ও চাষের সাথে জড়িত বাড়ির মালিক মুজিবর রহমান বিশ্বাসকে(৪০) আটক করা হয়েছে। সে বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের মৃত দাউদ বিশ্বাসের ছেলে।
যশোর র্যাব ৬ এর কোম্পানি কমান্ডার এএসপি মো. সুরাত আলম জানান, তাদের কাছে গোপন খবর আসে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোল থানার পুটখালী গ্রামের মুজিবর রহমান তার বাড়ির ছাদে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করছে-এমন খবরে র্যাব সদস্যরা ওই বাড়ির ছাদে অভিযান ৮টি গাঁজা গাছ উদ্ধার করে। এসময় গাঁজা চাষের সাথে জড়িত বাড়ির মালিক মুজিবরকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার