২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অনান্য নেতৃবৃন্দকে দন্ডিত করার প্রতিবাদে বরিশালে পুলিশের কঠোর বেষ্টনীতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করার চেষ্টা করেছে যুবদল। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা যুবদল আজ রবিবার সকাল সাড়ে ১০টায় কঠোর পুলিশী বেষ্টনীতে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
দক্ষিন জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন, সহসভাপতি মাওলা রাব্বী শামীম ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহম্মেদ বাবলুসহ অন্যান্যরা।
সমাবেশ শেষে জেলা যুবদলের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে অদূরেই পুলিশের বাঁধার মুখে পড়ে। এ নিয়ে কিছুক্ষণ বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত যুবদলকে বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ। এদিকে যুবদলের বিক্ষোভ কর্মসূচি উপলক্ষ্যে বিএনপি কার্যালয়ের আশপাশসহ সদর রোডে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার