পটুয়াখালীর কলাপাড়ায় মো. ইউসুফ গাজী (২৭) নামে এক গাঁজা বিক্রেতার ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.এ.এফ.এম আবু সুফিয়ান এ দন্ডাদেশ দেন।
গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন সকাল ৮টার দিকে পৌরশহরের মাদ্রাসা সড়ক এলাকা থেকে ১০ গ্রাম গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ ইউসুফ গাজীকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. শাহজালাল ভূঞা। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। তবে ইউসুফ গাজী গাঁজা বিক্রি করার পাশাপাশি সেবন করতেন বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার