রেলগেটের গেটম্যান না থাকায় নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রেনের ধাক্কায় মকা হোসেন নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকাল পৌনে ৫টায় উপজেলার বাসুদেবপুর রেলষ্টেশনের দক্ষিন রেলগেট পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মকা হোসেন (৩৭) নাটোর সদর উপজেলার তেলকুপি ঘাটের আশকর আলীর ছেলে।
নলডাঙ্গা থানা,স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকাল পৌনে ৫টার দিকে মকা হোসেন বাজার করতে মোটরসাইকেল যোগে বাসুদেবপুর হাটে আসছিল।এসময় বাসুদেবপুর রেলষ্টেশনের দক্ষিনে রেলগেট পার হওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায়।স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, বাসুদেবপুর অনুমোদিত এ রেলগেটে গত তিনমাস থেকে কোন গেটম্যান নাই।
বিডি প্রতিদিন/এ মজুমদার