বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নের সাপনিয়া এলাকায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে সাড়ে ১১টার মধ্যে এই হত্যাকান্ড সংঘটিত হয়। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে নিহতের স্বজন এবং স্থানীয়রা।
এদিকে হত্যাকান্ডের কারণ এবং অভিযুক্তদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত সাবিয়া আক্তার অথৈ (১১) স্থানীয় সাপানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং সাপানিয়া গ্রামের বাসিন্দা সিটি করপোরেশনের পানি শাখার কর্মচারী কাজী গোলাম মোস্তফার একমাত্র মেয়ে ছিলো।
নগরীর কাউনিয়া থানার এসআই তানজিল আহমেদ বলেন, হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে তার মরদেহ ময়না দন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলেই তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন এসআই তানজিল আহমেদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার