টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নগর জলফৈ গ্রামের ব্যবসায়ী ছানোয়ার হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে এলাকাবাসী। নিহত ছানোয়ার হোসেনের ১০ বছরের ও ১৫ দিন বয়সের দুইটি ছেলে রয়েছে।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে কথা বলেন ছানোয়ার হোসেনের স্ত্রী মলি বেগম, ১০ বছরের ছেলে মুশফিকুর রহমান কথন, পিতা ও মামলার বাদী নুরুল ইসলাম ও এলাকাবাসী হাফেজ আবু বক্কর সিদ্দিকী প্রমুখ। এর আগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ব্যবসায়ী ছানোয়ার হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে এলাকার কয়েক হাজার মানুষ।
উল্লেখ, গত ৩১ অক্টোবর ছোটদের ঝগড়াকে কেন্দ্র করে সন্ত্রাসীরা ব্যবসায়ী মো. ছানোয়ার হোসেনকে লাঠি দিয়ে মেরে ও কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছানোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহত ছানোয়ার হোসেনের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে নগর জলফৈ গ্রামের সন্ত্রাসী সবুজ, রতন, সজিব ও রাশেদসহ ১৩/১৪ জনের নামে টাঙ্গাইল মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে আমির হোসেন, সিরাজুল ইসলাম সিরু, রাশেদুল ইসলাম রাশেদসহ তিনজন আসামিকে গ্রেফতার করে। পরে তাদের মধ্যে গ্রেফতারকৃত রাশেদ দুই দিনের রিমান্ডে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল মডেল থানার এস আই আবুল বাসার জানিয়েছেন, ব্যবসায়ী ছানোয়ার হোসেন হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে। ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রাশেদ নামে একজনকে দুইদিনে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা