দিনাজপুরের হাকিমপুরে নাশকতার মামলায় জামায়াতের ইউপি সেক্রেটারিসহ তিনজন এবং সাতক্ষীরায় জেলা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারিসহ আটক চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে এবং মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন দিনাজপুরের হাকিমপুরের আলিহাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল মান্নান (৫৬), হাকিমপুরের পালিবটতলি গ্রামের বাসিন্দা জামায়াত কর্মী মোতালেব হোসেন (৩৫), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নিলতা গ্রামের মামুনুর রশীদ(২৬), সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সভাপতি রুহুল আমিন মামুন (৩০), সাতক্ষীরা জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল আমিন (২৭), শিবির কর্মী কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে বাকী বিল্লাহ (৩২) ও একই গ্রামের জিয়াদ আলীর ছেলে সাগর হোসেন (২৩)।
হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাকিমপুরের হিলির কাশিয়াডাঙ্গা ও পালিবটতলি এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নান ও মোতালেব হোসেন নামের দুই জামায়াতের নেতা-কর্মীকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। এছাড়া একই সময়ে হিলির মালেপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২শ গ্রাম গাঁজাসহ মামনুর রশীদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে, সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহরিয়ার হাচান জানান, কলারোয়ায় শিবিরের নেতা কর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে কলারোয়ার সলিমপুর গ্রামে অভিযান চালানো হয়। বৈঠক চলাকালীন অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। বাকিরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি অস্ত্র, গুলি,হাতবোমা ও জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা