কিশোরগঞ্জের ভৈরবে আটক চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে মানি লন্ডারিং মামলায় পাঁচ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ময়মনসিংহ দুদকের উপ পরিচালক জাহাঙ্গীর আলম পাঁচদিনের রিমান্ডের আবেদন করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ তা মঞ্জুর করেন।
গত ২৬ অক্টোবর দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশনে রেলওয়ে থানার পুলিশ বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে জেলার সোহেল রানা বিশ্বাসকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল, নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, এক কোটি ৩০ লাখ টাকার তিনটি চেক এবং দুই কোটি ৫০ লাখ টাকার এফডিআর উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক ও মানি লন্ডারিং আইনে পৃথক দু'টি মামলা করা হয়।
মাদক মামলায় গত ২৯ অক্টোবর একই আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দী প্রদান করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার