বগুড়ার নন্দীগ্রামে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার দেওতা-পন্ডিতপুকুর আঞ্চলিক সড়কের মহাকুড়ি ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ভরতেতুলিয়া গ্রামের মৃত লোকমান আলীর ছেলে উজ্জল হোসেন (৩২), একই গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোশারফ হোসেন (৩২), ভাগবজর গ্রামের সাহেব আলীর ছেলে আবু বক্কর (২২) ও কাথম গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শামিম হোসেন (২৮)।
কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান জানান, সোমবার রাতে উপজেলার দেওতা-পন্ডিতপুকুর আঞ্চলিক সড়কের মহাকুড়ি ব্রীজ এলাকায় ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চলানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ১৪-১৫ জন সদস্য পালিয়ে যাবার চেষ্টা করলে ধাওয়া করে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দু'টি হাঁসুয়া, একটি বার্মিজ চাকু, চারটি লোহার রড ও চারটি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার