দিনাজপুরের ফুলবাড়ীতে এক হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড ব্যাটলিয়ন। সোমবার দিবাগত রাতে ফুলবাড়ী উপজেলার মহেষপুর মোড়ে অভিযান চালিয়ে এই ফেন্সিডিল উদ্ধার করে ২৯-বিজিবি’র বিশেষ টহল দল।
২৯-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল রেজাউর রহমান বলেন, সোমবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিত্বে ফুলবাড়ীর মহেষপুর পাকা রাস্তার মোড়ে এক চোরাকারবারী দলকে ধাওয়া করা হয়। এসময় চোরাকারবারীর দলটি বিজিবি সদস্যদের ধাওয়া খেয়ে ৪টি কার্টুন ফেলে পালিয়ে যায়। ফেলে যাওয়া কার্টুনগুলো উদ্ধার করে তল্লাশি চালিয়ে এক হাজার বোতল আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় চার লাখ টাকা বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার