ময়মনসিংহের ফুলপুরে কৃষক হত্যা ও মাদক মামলার ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়, ফুলপুর উপজেলার বরইকান্দি গ্রামে মুরগি মারার তুচ্ছ ঘটনায় কৃষক হযরত আলী (৬৫) হত্যা মামলার আসামি ফাতেমাকে (৪৫) শেরপুর থেকে গ্রেফতার করে আজ মঙ্গলবার বিকাল তিনটার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া ফুলপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি উপজেলার চরগোয়াডাঙা গ্রামের খলিলুর রহমানের ছেলে আরিফ (২৮) ও পৌর শহরের চরকাজিয়াকান্দা গ্রামের মনু মিয়ার ছেলে সুমনকে (২৩) গ্রেফতার করে একই সঙ্গে আদালতে প্রেরণ করা হয়েছে।
ফুলপুর ওসি মুহাম্মদ বদরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার