মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বর্শিবাড়িয়া গ্রামে বর্শিবাড়িয়া জনশক্তি ক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দিনব্যাপী বর্শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এসময় হাজার হাজার মানুষ এই লাঠি খেলা উপভোগ করেন।
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। হাসনাবাদ মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও ক্লাবের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
পিরোজপুর বারাদি ইউনিট যুবলীগের সভাপতি রিংকু মাহমুদ ও ডাবলুর সঞ্চালনায় অন্যদের জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল বলেন, আমরা বাপ দাদার আমল থেকে লাঠি খেলা দেখে আসছি। যে কোনও উৎসবের দিন লাঠি খেলা না হলে সেই উৎসবের কোনও আনন্দই থাকত না। তিনি বলেন, নতুন প্রজন্মের তরুণদের মধ্যে আমরা লাঠিখেলাকে বাঁচিয়ে রাখতে চাই। কোন যুবককেরা যেন মাদককে ছুতে না পারে সেই জন্য এ ধরণের খেলা বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এখনকার ছেলেরা এ খেলায় আগ্রহ খুব কম। লাঠি খেলার মতো অনবদ্য খেলা বাঁচিয়ে রাখা আমাদেরই কর্তব্য।
ক্লাবের সভাপতি আব্দুস সামাদ জানান, সাধারণত হিজরি নতুন বছরের মহররম মাসব্যাপী লাঠি খেলা অনুষ্ঠিত হয়। যারা লাঠি খেলা প্রদর্শণ করেন তাদের জন্য বাড়ি বাড়ি চাউল সংগ্রহ, টাকা ও বিভিন্ন উপহার দেওয়া হয়। আমরা এ খেলার ঐতিহ্য ধরে রাখতে সহযোগিতা করি।
ঝিনাইদাহ হরিণাকুন্ড ও কুষ্টিয়া দৌলতপুর তেকেলা গ্রামের লাঠিয়াল দল এবং লাঠি খেলার দলনেতা পরিচালকসহ ৪০ জন সদস্য নিয়ে এই খেলা অনুষ্ঠিত হয়। ভিন্ন ভিন্ন পর্বে সদস্যরা নানা কৌশলে দিনব্যাপী লাঠি খেলা প্রদর্শণ করেন।
বিডি প্রতিদিন/৬ নভেম্বর ২০১৮/হিমেল