সাভার ও আশুলিয়ার পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার নয়ারহাটে ট্রাকচাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়। অন্যদিকে সাভারের সালেহপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।
সাভার মডেল থানার (ওসি) তদন্ত জাকারিয়ার বলেন, দুর্ঘটনা কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে থেমে থেমে চলছে যানবাহন।
বিডি প্রতিদিন/এ মজুমদার