বর্তমান সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বিলুপ্ত, নির্বাচন কমিশন পুনর্গঠন, নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে। শহরের সাতমাথা থেকে মাটিডালী বিমানমোড় পর্যন্ত চলে এ কর্মসূচি। সকাল ১১টায় শহরের সাতমাথায় কর্মসূচির উদ্বোধন করা হয়।
সংগঠনের জেলা আহবায়ক ও বাসদ আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিপিবির জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বাসদ নেতা সাইফুজ্জামান টুটুল, গণসংহতির আব্দুর রশিদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শাহাদৎ হোসেন শান্ত, বাসদ মার্কসবাদী নেতা আব্দুল হাই, বাসদের দিলরুবা নূরী। পদযাত্রা কর্মসূচি চলাকালে দত্তবাড়ী, কালিতলা, কলেজ বটতলা, বিসিক, মাটিডালীতে পথসভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার