রাজশাহীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই হয়েছে। মঙ্গলবার গভীর রাতে নগরীর সিটি হাট বাইপাস সড়কের ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম শরিফুল ইসলাম মুন্না (৩০)। তিনি কাশিয়াডাঙ্গা থানার ফেত্তাপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।
নগরীর শাহ মুখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদেে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
তিনি জানান, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের বাইপাস এলাকা থেকে দুর্বৃত্তরা যাত্রীবেশে অটোরিকশায় উঠে মুন্নার শরীরে চেতনানাশক ইনজেকশন পুশ করে। তিনি অজ্ঞান হলে তাকে কুপিয়ে হত্যা করে লাশ সড়কের পাশের মেহগনী বাগানে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর ২০১৮/হিমেল